আইপিইউ অ্যাসেম্বলি নিয়ে সংবাদ সম্মেলন ৩১ মার্চ
ঢাকায় অনুষ্ঠেয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন নিয়ে আগামী ৩১ মার্চ (শুক্রবার) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসিএ) স্থাপিত মিডিয়া সেন্টারে ওইদিন সকাল ৯টায় এ সংবাদ সম্মেলন হবে।
শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখার পরিচালক এ এম মোতাহের হোসেন বিষয়টি জানিয়েছেন।
জাগো নিউজকে তিনি বলেন, সংবাদ সম্মেলনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এবং সেক্রেটারি মার্টিন চুনগুং বক্তব্য রাখবেন।
আইপিইউ’র ১৩৬তম সম্মেলন ঢাকায় আগামী ১ এপ্রিল শুরু হবে, যা ৫ এপ্রিল পর্যন্ত চলবে। বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউ’র যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এইচএস/এমএমএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত
- ২ মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ
- ৩ চট্টগ্রামে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ১১১, বাতিল ২
- ৪ যে বিবেচনায় পূর্বাচলে দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
- ৫ পোস্টাল ব্যালট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি