জঙ্গি আস্তানার অপারেশন সরাসরি সম্প্রচার নয় : পুলিশ হেডকোয়ার্টার্স
দেশের যেকোনো স্থানে জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনাকালে তা গণমাধ্যমে সরাসরি সম্প্রচার, ছবি, ভিডিও ফুটেজ, স্ক্রল প্রচার না করার অনুরোধ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।
বুধবার সন্ধ্যায় পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সহেলী ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান চলাকালে বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় অভিযান সংক্রান্ত কার্যক্রমের ভিডিও ফুটেজ ও ছবি সরাসরি সম্প্রচার করা হয়। ফলে পুলিশের অপারেশনাল কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া এ ধরনের সম্প্রচারের ফলে জনমনে ভীতি এবং নিরাপত্তাহীনতাবোধ তৈরি হতে পারে।
হেডকোয়ার্টার্স জানায়, জঙ্গি অভিযান চলাকালে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সময় সময় ঘটনাস্থলে মিডিয়া ব্রিফিং করবেন। জঙ্গি অভিযান সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে তথ্যের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।
একই সঙ্গে জঙ্গি অভিযান চলাকালে অপারেশন স্থলের আশপাশের এলাকায় মিডিয়াকর্মীদের ভিড় না করার জন্যও অনুরোধ করা হয়েছে।
এআর/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ২৯৯ ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ
- ২ যে কারণে মাতারবাড়ি নামে থানা গঠনের প্রস্তাব অনুমোদন
- ৩ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশের কঠোর বাস্তবায়নের দাবি
- ৪ শান্তিরক্ষায় কঙ্গোতে যাচ্ছেন বিমানবাহিনীর ৬২ সদস্য
- ৫ স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে ডিসির সঙ্গে প্রতারণা, যুবক গ্রেফতার