বিমানবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
বিমানবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি ‘বাংলাদেশ বিমান বাহিনী বৃক্ষরোপণ অভিযান-২০১৭’র শুরু হয়েছে।
রোববার বিমানবাহিনী সদর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন বাহিনীটির প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৭ এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে অন্যান্য বছরের ন্যায় এবছরও বিমানবাহিনী বৃক্ষ রোপণের এই কর্মসূচি হাতে নিয়েছে।
বিভিন্ন গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান সদরের পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটগুলোতেও একই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় বিমানবাহিনী ফলজ, ভেষজ, কাঠ ও ছায়া প্রদানকারী বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করবে।
জেপি/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ কারাগারে অসুস্থ ইভ্যালির রাসেল, নেওয়া হলো হাসপাতালে
- ২ বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ কমলো, বাড়লো উচ্চশিক্ষায় সুযোগ
- ৩ ডেভিল হান্ট ফেইজ-২: ঢাকার চার থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৪০
- ৪ জঙ্গল সলিমপুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে: প্রেস সচিব
- ৫ যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হলো