বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যুতে হত্যা মামলা : গৃহকর্ত্রী গ্রেফতার
রাজধানীর বনশ্রীতে গৃহকর্মী লাইলীকে হত্যার অভিযোগে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে লাইলীর স্বামী নজরুল ইসলামের বড় ভাই (ভাশুর) শহীদুল ইসলাম বাদী হয়ে গৃহকর্ত্রী শাহনাজসহ তিন জনকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন।
মামলার পর গৃহকর্ত্রী শাহনাজকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে বনশ্রী ’জি’ ব্লকের ৪ নম্বর রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের খিলগাঁও থানার ইন্সপেক্টর-অপারেশন মোস্তাফিজুর রহমান শনিবার সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কিছুক্ষণ আগে গৃহকর্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় এ পর্যন্ত মোট ৩ জনকে আটক করা হয়েছে। বাকি দুইজন হচ্ছেন ওই বাড়ির মালিক মুন্সী মইনউদ্দিন ও বাড়ির দারোয়ান তোফাজ্জল।
এর আগে শুক্রবার দুপুরে মইনউদ্দিনের বাসায় কাজ করতে গেলে তাদের একটি ঘর থেকে লাইলীর মরদেহ উদ্ধার করা হয়। এই মৃত্যুকে ‘হত্যা’ দাবি করে বনশ্রীর বাসিন্দারা বি-ব্লকের ওই বাড়িটিতে হামলা চালায়, ইটপাটকেল ছোড়ে এবং একটি গাড়িতে আগুন দেয়।
লাইলীর গলায় দাগ থাকলেও শরীরের অন্য কোথাও কোন আঘাতের চিহ্ন পায়নি ঢামেক কর্তৃপক্ষ।
এ দিকে লাইলীর ঘটনাকে কেন্দ্র করে বনশ্রীতে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক একটি মামলা দায়ের করেছে। মামলার এজাহারে ৩০০/৪০০ জন অজ্ঞাত আসামি ‘সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের’ ঘটনায় জড়িত বলে উল্লেখ করা হয়েছে।
এআর/এআরএস/এমএস