আট বছরে চালে ভর্তুকি ৪ হাজার ১১৯ কোটি টাকা
ফাইল ছবি
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, গত ৮ বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চালের চাহিদা মেটানোর জন্য ৪ হাজার ১১৯ কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। এরমধ্যে গত ২০১৬-১৭ অর্থবছরে ভর্তুকি দেয়া হয়েছে ২ হাজার ১৯৩ কোটি টাকা।
জাতীয় সংসদে রোববার প্রশ্নোত্তর পর্বে সামশুল হক চৌধুরীর (চট্টগ্রাম-১) তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
সংসদে দেয়া খাদ্যমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে দেয়া হয়েছে ৮৯ কোটি টাকা, ২০১০-১১ অর্থবছরে ৪৭১ কোটি টাকা, ২০১১-১২ অর্থবছরে ৩২৭ কোটি টাকা, ২০১২-১৩ সালে ৬২ কোটি টাকা, ২০১৩-১৪ সালে ২৮৩ কোটি টাকা, ২০১৪-১৫ সালে ৯৯ কোটি টাকা, ২০১৫-১৬ সালে ৫৯২ কোটি টাকা।
এইচএস/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর