কেরানীগঞ্জে খুন হওয়া ৪ জনের পরিচয় মিলেছে
রাজধানীর কেরানীগঞ্জের কদমপুর গ্রামে ৪ খুনের শিকার পরিবারটির পরিচয় মিলেছে। নিহতরা হলেন- সাজু আহমেদ, তার স্ত্রী রনজু বেগম, ছেলে ইমরান ও মেয়ে সানজিদা। তাদের বাড়ি পঞ্চগড় জেলায়। মাদক ও ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশ ধারণা করছে। বৃহস্পতিবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর এ তথ্য নিশ্চিত করেছেন।
জামাল উদ্দিন মীর বলেন, বুধবার ওই বাড়ি থেকে একটি ভাঙ্গা মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়। সেটটি থেকে আইএমই নম্বর থেকে তাতে সংরক্ষিত মোবাইল নম্বর সংগ্রহ করে বিভিন্ন স্থানে মোবাইল করে তাদের পরিচয় হওয়া গেছে। ওসি আরো জানান, নিহতদের লাশ বর্তমানে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, বুধবার সকালে কেরানীগঞ্জের কদমপুর গ্রামে একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে দুই শিশুসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করে পুলিশ।
সর্বশেষ - জাতীয়
- ১ এফএএস ফাইন্যান্সের প্রায় ৫৯ কোটি টাকা আত্মসাৎ, দুদকের ২ মামলা
- ২ ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
- ৩ মানবাধিকার কমিশনের চেয়ারপারসন-কমিশনার নিয়োগে বাছাই কমিটি
- ৪ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুলের বিরুদ্ধে দুই মামলা
- ৫ কৃষক-দিনমজুরকে ব্যবসায়ী সাজিয়ে ৪৬ কোটি টাকা লোপাট, ৭ মামলা