দেশে বর্তমানে খাদ্যের সঙ্কট নেই : খাদ্যমন্ত্রী
দেশে বর্তমানে খাদ্য শস্যের কোনো সংকট নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা খাদ্য শস্যের সঙ্কট কাটিয়ে উঠেছি। দেশে বর্তমানে কোনো খাদ্য সঙ্কট নেই। এবার লক্ষ্যমাত্রা ১২ লাখ টন হলেও আমরা ১৫ লাখ টন খাদ্য সংগ্রহ করবো।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নান ও জাসদ দলীয় সংসদ সদস্য নাজমুল হক প্রধানের পৃথক দুই সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
কামরুল ইসলাম জানান, এবার বোরো মৌসুমের শুরুতে হাওরে পাহাড়ি ঢল ও বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। ফলে এবার খাদ্য গুদামে মজুদ তলানিতে নেমে এসেছিল। তবে এ মুহূর্তে আমরা সঙ্কট কাটিয়ে উঠেছি। আমরা সাময়িকভাবে খাদ্য সঙ্কটের মধ্যে পড়ি। ২০১৬-১৭ অর্থবছরে ১২ লাখ টন খাদ্য মজুদের কথা থাকলেও আমরা মাত্র আড়াই লাখ টন খাদ্যশষ্য মজুদ করতে সক্ষম হই। যে কারণে দেশে সাময়িকভাবে খাদ্য সঙ্কট সৃষ্টি হয়। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন দেশ থেকে খাদ্য আমদানি করে সেই সঙ্কট মোকাবেলায় আমরা সক্ষম হয়েছি। বর্তমানে দেশে কোনো খাদ্য সঙ্কট নেই।
খাদ্যমন্ত্রী বলেন, এবার আমাদের ১০ লাখ টন খাদ্য মজুদের কথা থাকলেও দেশের জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় আমরা ১৫ লাখ টন খাদ্যশষ্য মজুদ করার সিদ্ধান্ত নিয়েছি। আর এসব মজুদ আমরা বিদেশ থেকে আমদানিনির্ভর না হয়ে অভ্যন্তরীণ সংগ্রহ থেকে করতে সক্ষম হবো।
মুন্সিগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জনের এক লিখিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, ২০১৬-১৭ অর্থবছরে সারাদেশে খাদ্যের চাহিদা ছিল ২৯৬ লাখ টন। এর মধ্যে চাল ২৬৯ লাখ টন এবং গম ছিল ২৭ লাখ টন।
সংসদ সদস্য মো. আবদুল্লাহর ( লক্ষীপুর-৪) এক প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, ‘সরকার চালের বাজারমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজারদর মনিটরিং করে থাকে। দেশে বর্তমানে খাদ্যশস্যের দাম স্থিতিশীল পর্যায়ে রয়েছে। বিশ্ববাজারে খাদ্যের দাম কমার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও খাদ্যশস্যের দাম কমেছে। বর্তমানে চালের দাম প্রতিকেজিতে পাঁচ থেকে সাত টাকা কমেছে এবং আটার দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।’
এইচএস/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ডেভিল হান্ট ফেইজ-২: ঢাকার চার থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৪০
- ২ জঙ্গল সলিমপুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে: প্রেস সচিব
- ৩ যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হলো
- ৪ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই
- ৫ অপতথ্য মোকাবিলায় ইসির প্রস্তুতি জানতে চেয়েছেন সুইডেনের রাষ্ট্রদূত