রাজধানীতে ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত
ছবি-প্রতীকী
রাজধানীর মিরপুর টেকনিক্যালে ট্রাকের ধাক্কায় ট্রাফিক কনস্টেবল আবদুল মজিদ (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে টেকনিক্যাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের আবু তৈয়ব মো. আরিফ হোসেন জাগো নিউজকে বলেন, আজ (মঙ্গলবার) সকাল ৭টার টেকনিক্যাল মোড়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আব্দুল মজিদ। এ সময় একটি ট্রাক সিগন্যাল অমান্য করে তাকে ধাক্কা দেয়।
গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, সন্দেহভাজন ঘাতক ট্রাকটি আমরা জব্দ করেছি। তবে ট্রাকের চালক দৌড়ে পালিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেইউ/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত
- ২ মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ
- ৩ চট্টগ্রামে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ১১১, বাতিল ২
- ৪ যে বিবেচনায় পূর্বাচলে দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
- ৫ পোস্টাল ব্যালট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি