ঈদের ছুটির পর সংসদের মুলতবি বৈঠক বসছে সোমবার
পাঁচদিন ঈদের ছুটির পর আগামীকাল সোমবার আবার সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এদিন বিকেল ৩টায় সংসদের বৈঠক শুরু হবে।
গত ১২ জুন মঙ্গলবার সংসদের বৈঠক মুলতবি করা হয়। এর আগে ৭ জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২৮ জুন বাজেট পাস হবে।
জানা গেছে, সোমবার সংসদের বৈঠক শুরুর পরই বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, খাদ্য মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব রয়েছে। এসব প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হবে। এরপর শুরু হবে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা।
চলমান সংসদের ২১তম এই অধিবেশন ৬ জুন মঙ্গলবার সকালে শুরু হয়। এটি ১২ জুলাই পর্যন্ত চলার কথা রয়েছে। এর আগের ২০তম অধিবেশন ৮ এপ্রিল শুরু হয়ে ১২ এপ্রিল পর্যন্ত চলে।
সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।
এইচএস/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ
- ২ চট্টগ্রামে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ১১১, বাতিল ২
- ৩ যে বিবেচনায় পূর্বাচলে দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
- ৪ পোস্টাল ব্যালট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি
- ৫ নতুন ৪ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন