বঙ্গবন্ধুর কারাজীবনের দুর্লভ আলোকচিত্রের বই ‘৩০৫৩ দিন’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাজীবনের স্মৃতি নিয়ে দুর্লভ আলোকচিত্রের বই ‘৩০৫৩ দিন’ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এবং কারা অধিদফতর।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বইয়ের মোড়ক উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বৈঠকের শুরতেই ‘৩০৫৩ দিন’ পুস্তিকাটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুরক্ষাসেবা বিভাগের পৃষ্ঠপোষকতায় এবং কারা অধিদফতরের ব্যবস্থাপনায় ব্যাপক গবেষণার মাধ্যমে এই পুস্তকে সংযোজিত হয়েছে দুর্লভ আলোকচিত্র এবং জাতির পিতার বন্দি জীবনের অসংখ্য তথ্য।
বঙ্গবন্ধুর কারাজীবনের বিষয়বস্তু নিয়ে বইটির নাম খুবই সংক্ষিপ্ত এবং সুন্দর বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব।
আরএমএম/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ কারাগারে অসুস্থ ইভ্যালির রাসেল, নেওয়া হলো হাসপাতালে
- ২ বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ কমলো, বাড়লো উচ্চশিক্ষায় সুযোগ
- ৩ ডেভিল হান্ট ফেইজ-২: ঢাকার চার থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৪০
- ৪ জঙ্গল সলিমপুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে: প্রেস সচিব
- ৫ যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হলো