প্রধানমন্ত্রীর নামে গুজব-প্রতারণা : আটক ৫
প্রতীকী ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ বিভিন্ন জাতীয় নেতাদের নামে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় এবং গুজব সৃষ্টি, ভুয়া, উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর অপরাধে পাঁচজনকে আটক করেছে র্যাব।
সাইবার অপরাধের অভিযোগের ভিত্তিতে র্যাব-২ ব্যাটালিয়নের একটি দল তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ কারাগারে অসুস্থ ইভ্যালির রাসেল, নেওয়া হলো হাসপাতালে
- ২ বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ কমলো, বাড়লো উচ্চশিক্ষায় সুযোগ
- ৩ ডেভিল হান্ট ফেইজ-২: ঢাকার চার থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৪০
- ৪ জঙ্গল সলিমপুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে: প্রেস সচিব
- ৫ যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হলো