প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ফেরদৌস-ফরহাদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী পদে নিয়োগ দেয়া হয়েছে সচিব উপ-সচিব পদমর্যাদায় দু’জনকে। এরা হলেন- ফেরদৌস আহমেদ খান ও ব্যারিস্টার শাহ ফরহাদ আলী। এ দু’জনকে নিয়োগ দিয়ে বুধবার (২৩ জানুয়ারি) পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ৭ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের নিয়োগ দেয়া হয়েছে বলে আদেশে বলা হয়।
ফেরদৌস আহমেদ খান সরকারের সচিবের পদমর্যাদা ও বেতনে এবং ব্যারিস্টার শাহ ফরহাদ আলীকে উপ-সচিব পদমর্যাদায় গ্রেড-৫ ভুক্ত ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা স্কেলের প্রারম্ভিক ধাপ ৪৩ হাজার টাকা বেতনে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
এমইউএইচ/এনডিএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত