ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

‘আমের বাজার সম্প্রসারণ করা হবে’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের গর্ব আম সংরক্ষণ ও বাজার সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নবম চাঁপাই উৎসব-১৯ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্পন্সর করেন দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ।

আহমেদ শিমুল বলেন, আধুনিক চাঁপাইনবাবগঞ্জের গর্ব আম সংরক্ষণ ও বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংসদে প্রস্তাব করা হয়েছে। কীভাবে সংরক্ষণ ও বাজার সম্প্রসারণ করা যায় তার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ জেলার গর্ব ও সম্পদ খিরসাপাত আম জিআই স্বীকৃতি পেয়েছে। এ জেলায় যাতে কেউ মাদক ব্যবসা না করে তার উদ্যোগ নেয়া হয়েছে।

Mango

চাঁপাই উৎসবে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর, ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহা. উজির আলী, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন, ডাইসিন কেম লিমিটেডের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ঢাকাস্থ নাটোর জেলার সভাপতি আব্দুস সামাদ মোল্লা, নওগাঁ জেলা সমিতির সিনিয়র সহসভাপতি আহমেদ হোসেনসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।

‘চলো জি ভাই চাঁপাই উৎসবে যাই’-স্লোগানে দিনব্যাপী এ অনুষ্ঠানে সকাল ৮টা থেকেই চাঁপাইনবাবগঞ্জের কালাইরুটি দিয়ে নাস্তার ব্যবস্থা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতী সন্তান ও সরকারি-বেসরকারি বিভিন্ন শ্রেণি পেশায় অবদান রাখার জন্য গুণিজনদের সম্মাননা দেয়া হয়। এছাড়া সমিতির সদস্যদের নাম, ঠিকানা ও ছবিসহ সুদৃশ্য ডাইরেক্টরির মোড়ক উম্মোচন করেন অতিথিরা। বিকেলে বার্ষিক সাধারণ সভা-এজিএম ও সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করা হয়।

পিডি/এএইচ/এমএস

আরও পড়ুন