মক্কা মদিনা ও জেদ্দায় মৌসুমী হজ অফিসার নিয়োগ
বাংলাদেশ সিভিল সার্ভিসের তিন কর্মকর্তাকে (উপ-সচিব) মক্কা, মদিনা ও জেদ্দায় মৌসুমী হজ অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ তিন কর্মকর্তা হলেন- বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের উপ-পরিচালক রেজানুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও মোহাম্মদ মাহবুব আলম।
এর মধ্যে মো. মিজানুর রহমানকে তিন মাসের জন্য মদিনায় বাংলাদেশ হজ অফিসে, মো. সাখাওয়াত হোসেনকে চার মাসের জন্য মক্কায় বাংলাদেশ হজ অফিসে ও মোহাম্মদ মাহবুব আলমকে চার মাসের জন্য জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে বদলি করা হয়।
সোমবার (৩ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তিন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি পূর্বক প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়।
এমইউ/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত