ব্লেন্ডার মেশিনে মিলল সাড়ে ৩ হাজার ইয়াবা
রাজধানীর কাফরুলে একটি বাসায় অভিযান চালিয়ে ব্লেন্ডার মেশিন থেকে ৩ হাজার ৬শ ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতার ব্যক্তির নাম মো. ইউনুস (৩৫)। তার বাড়ি বান্দরবান জেলায়।
শনিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকায় একটি আবাসিক ভবনের ৬ তলার ফ্লাটে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এএসপি আলী মোহাম্মদ আব্দুল্লাহ।

বিষয়টি নিশ্চিত করে আজ রাতে র্যাব ৪-এর এএসপি সাজেদুল ইসলাম সজল জানান, কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিলেন ইউনুস। মামলা দায়েরপূর্বক তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
জেইউ/এমএসএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভোলার ওসিকে গুলশানে বসালে কাজ করা কঠিন: ডিএমপি কমিশনার
- ২ অপারেশন ডেভিল হান্ট: গত ২৪ ঘণ্টায় ৫ থানা এলাকায় গ্রেফতার ৯৮
- ৩ রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠন বিশ্ববিদ্যালয়গুলোকে রণক্ষেত্র বানিয়েছে
- ৪ এবার আফতাবনগরে চলবে বুয়েটে তৈরি পরিবেশবান্ধব ই-রিকশা
- ৫ ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার