গুলশানে দুর্বৃত্তদের গুলিতে ইতালিয়ান নাগরিক নিহত
রাজধানীর গুলশান-২ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অ্যাভেয়া সিসেরো নামে এক ইতালিয়ান নাগরিক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় তিনজন দুর্বৃত্ত অতর্কিত গুলি চালালে তিনি নিহত হন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে জানান, সোমবার সন্ধ্যায় জগিং করার সময় দুর্বৃত্তদের গুলিতে ওই ইতালিয়ান নাগরিক নিহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের ৯০ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে লক্ষ করে তিনটি গুলি ছোড়ে। এর একটি বুকে ও দুইটি পিঠে লাগে। পরে দুর্বৃত্তরা পালিয়ে গেলে তাকে দ্রুত উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাত আটটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন গুলশান বিভাগের ডিসি মুশতাক আহমেদ, এবং এডিসি আব্দুল আহাদ।
এদিকে, ঘটনার পর পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো এলাকা ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
জেইউ/এসকেডি/একে/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ চাটখিল ফোরাম-ঢাকার সভাপতি নুর নবী, সম্পাদক রাজন
- ২ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ৩ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৪ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৫ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার