চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৮৩ জনের করোনা শনাক্ত
করোনায় চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১৮৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৮৫৯ জনে।
বুধবার (১৭ মার্চ) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল চট্টগ্রামের আটটি ল্যাবে ২ হাজার ১৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৫৯ জন নগরের এবং ২৪ জন বিভিন্ন উপজেলার।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৯ জন, বিআইটিআইডিতে ২৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৬৭ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে নয়জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া শেভরণ হাসপাতাল ল্যাবে ২৪ জন, ইমপেরিয়াল হাসপাতালে ২৩ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে চারজন এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে আটজনের দেহে করোনা শনাক্ত হয়।
এমআরআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ১৪ জানুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছেন হোটেল-রেস্তোরাঁ শ্রমিকরা
- ২ আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ, চ্যানেলগুলোকে চিঠি
- ৩ ১৮ মাস পর ৮ জনের পরিচয় শনাক্ত, কবর দেখে আবেগাপ্লুত পরিবার
- ৪ মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি সোনা, ৬০০ ভরি রুপা লুট
- ৫ রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি