ভেজাল খাদ্য তৈরি-বিক্রি করায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা সাড়ে ১২ লাখ
অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ছয় প্রতিষ্ঠানকে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত র্যাব-১০ এর সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

মঙ্গলবার (২৭ এপ্রিল) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে শুভেচ্ছা বেকারি ও কনফেকশনারিকে দুই লাখ টাকা, যমুনা বেকারি ও কনফেকশনারিকে দুই লাখ টাকা, সুপার কুলছুম বেকারি ও কনফেকশনারিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
‘এছাড়াও সাগর ফুড প্রোডাক্টকে এক লাখ টাকা, কুসুম বেকারি ও কনফেকশনারিকে দুই লাখ টাকা ও সোইলী বেকারি ও কনফেকশনারিকে চার লাখ টাকাসহ মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত প্রায় দুই লাখ টাকা মূল্যের অনুমোদনহীন ভেজাল খাবার ধ্বংস করার নির্দেশ দেন।’

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুত ও বিক্রি করে আসছিল।
টিটি/এএএইচ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ ৭ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ সিআইডির
- ২ দস্তগীর গাজীসহ ৮ জনের বিরুদ্ধে ৮৭ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
- ৩ রাজধানীতে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
- ৪ ভোটে থাকবেন ৬৯ রিটার্নিং কর্মকর্তা, তিনজন বাদে সবাই ডিসি
- ৫ সীমিত পরিসরে ইসির নিজস্ব কর্মকর্তারা হলেন রিটার্নিং কর্মকর্তা