বিএসএমএমইউতে দ্বিতীয় ডোজের টিকা নিলেন আরও ২১৬৪ জন
ফাইল ছবি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে রোববার (২ মে) আরও ২ হাজার ১৬৪ জন করোনা টিকা নিয়েছেন।
গত ২৫ এপ্রিল থেকে এ পর্যন্ত বিএসএমএমইউতে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫৬৪ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৮ হাজার ৬৯০ জন।
এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে শনিবার (১ মে) পর্যন্ত ১ লাখ ৩৭ হাজার ৬৬২ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়। আর বেতার ভবনের ফিভার ক্লিনিকে গতকাল পর্যন্ত ৯৩ হাজার ১৫৯ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।
অন্যদিকে বিএসএমএমইউয়ের করোনা ইউনিটে রোববার সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৪৩৭ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৭৭৫ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ২২ জন। বর্তমানে ভর্তি আছেন ১১৫ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন।
এমইউ/এমআরআর/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ ১৪ জানুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছেন হোটেল-রেস্তোরাঁ শ্রমিকরা
- ২ আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ, চ্যানেলগুলোকে চিঠি
- ৩ ১৮ মাস পর ৮ জনের পরিচয় শনাক্ত, কবর দেখে আবেগাপ্লুত পরিবার
- ৪ মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি সোনা, ৬০০ ভরি রুপা লুট
- ৫ রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি