শাহবাগে চলছে মুক্তিযোদ্ধা সমাবেশ
১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে শুরু হয়েছে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সমাবেশ। সমাবেশটির আয়োজন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।
মঙ্গলবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে এ সমাবেশের উদ্বোধন করেছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এসময় জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন আশরাফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌ পরিবহনমন্ত্রী মো. শাহজাহান খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক, আয়োজক সংগঠনের সভাপতি মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে কয়েকটি সাংস্কৃতিক সংগঠন।
এমএম/এসএইচএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ২ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৩ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৪ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৫ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত