টানা তৃতীয়দিন সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রাম বিভাগে
ফাইল ছবি
টানা তৃতীয় দিনের মতো দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। গত ২৪ ঘণ্টায় এই মহামারিতে বিভাগটিতে ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৮ জন। এছাড়া, এই সময়ের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচজন করে মারা গেছেন ঢাকা ও রাজশাহী বিভাগে। এছাড়া, বরিশালে দুইজন, সিলেট তিনজন এবং রংপুরের বিভাগে দুইজনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে ১৭ জন ও ২৫ মে ৪০ জনের মৃত্যু হয়। এ দুইদিন চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছিল ৮ জন ও ১৮ জনের।
এমইউ/এসএস/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ১৪ জানুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছেন হোটেল-রেস্তোরাঁ শ্রমিকরা
- ২ আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ, চ্যানেলগুলোকে চিঠি
- ৩ ১৮ মাস পর ৮ জনের পরিচয় শনাক্ত, কবর দেখে আবেগাপ্লুত পরিবার
- ৪ মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি সোনা, ৬০০ ভরি রুপা লুট
- ৫ রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি