সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় পোশাকশ্রমিক নিহত
রাজধানীর শ্যামপুরে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় ফারুক হোসেন (৪০) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। সোমবার ( ৯ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই রাজু জানান, ফারুক হোসেন গেন্ডারিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন। রাতে বাসায় ফেরার সময় ধোলাইপাড় সাবান ফ্যাক্টরি গলি এলাকায় রাস্তা পার হতে গেলে সিটি করপোরেশনের একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি রংপুরে কোতোয়ালি থানায়। ফারুক ধোলাইপাড় এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার তিনটি ছেলে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
ইএ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচনকে প্রভাবিত করা আইন ছাড়া সব সিদ্ধান্ত নিতে পারবে সরকার
- ২ প্রার্থী বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করলে ভোটে যোগ্য হবেন
- ৩ দেশে প্রথমবার বিপজ্জনক মাদক ‘এমডিএমবি’ জব্দ
- ৪ ‘ফার্স্ট টাইম ভোটারদের’ নিয়ে প্রথম থিম্যাটিক প্রমো প্রকাশ
- ৫ টিকিট বিক্রি করে বিদেশে অর্থ পাচারের অভিযোগ সায়মন ওভারসীজের বিরুদ্ধে