ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

একসঙ্গে শত জাতের প্রাণী প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বুধবার দেশব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে এর আয়োজন চলছে আগের বাণিজ্যমেলা প্রাঙ্গণে (শেরেবাংলা নগর, আগারগাঁও)। সেখানে একসঙ্গে শত ধরনের পশু-পাখি প্রদর্শন করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, এ প্রদর্শনীতে দেশের বিভিন্ন এলাকা থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল পশু-পাখি এসেছে। গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাতি, ঘোড়া, মুরগী, হাঁস, দুম্বা, কবুতর, শত রকম প্রাণী।

রয়েছে প্রাণিসম্পদের উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি, ওষুধ, টিকা, প্রাণিজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণ সরঞ্জাম, মোড়কসহ পণ্য বাজারজাতকরণ প্রযুক্তি ইত্যাদির স্টলও।

আয়োজকরা জানিয়েছেন, ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় এ প্রদর্শনীতে ভিন্ন ভিন্ন ভ্যালু চেইনভিত্তিক ১১০টি স্টল স্থাপন করা হয়েছে । যার সবগুলোতেই কোনো না কোনো প্রাণীর প্রদর্শন হচ্ছে।

সেখানে কথা হয় কেরানীগঞ্জের ফার্ম ফিল্ড এগ্রোর মালিক আকবর আলমের সঙ্গে।

Sadeeq-agro.jpg

মেলা ঘুরে দেখছেন দর্শনার্থীরা

তিনি শংকর জাতের বেশ কয়েকটি গরু এনেছেন। যেগুলোর দুধের পরিমাণ ৩১ লিটার পর্যন্ত। তার স্টলে অন্যান্য খামারিরা আসছেন এবং তার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিচ্ছেন।

পাশেই সাদিক এগ্রোর একই জাতের গরু রয়েছে তিনটি। এগুলো দুধ দেওয়ার সক্ষমতা আরেকটু বেশি। এ গাভিগুলো ৩৬ থেকে ৪২ লিটার দুধ দেয়।

আগত দর্শনার্থীদের মন কাড়ছে বিভিন্ন রকম পাখির আয়োজন। ২০-২৫টি স্টলে সৌখিন নানা ধরনের পাখি রয়েছে।

সেখানে কথা হয় ফতুল্লা, নারায়ণগঞ্জ থেকে আসা এম অ্যান্ড এ এভিয়ারির মালিকের সঙ্গে।

তিনি জানান, তার খামারে প্রায় তিন শতাধিক লাভ বার্ড রয়েছে। সেখান থেকে কিছু পাখি প্রদর্শনীতে এনেছেন। দর্শকরাও সেগুলো দেখছেন এবং কেনার জন্য যোগাযোগ করছেন।

এদিকে প্রদর্শনীটি মাত্র একদিন হওয়ার কারণে অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে আয়োজকরা বলছেন, পশুপাখিরা নানান সমস্যার কারণে প্রদর্শনীটি একদিনের করা হয়েছে।

Sadeeq-agro.jpg

মেলা ঘুরে দেখছেন দর্শনার্থীরা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প সারাদেশে প্রথমবারের মতো এই আয়োজন করেছে। প্রকল্পের আওতাভুক্ত ৬১টি জেলার ৪৯৯ উপজেলায় এ প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় আসা দর্শনার্থী ফরিদুল ইসলাম বলেন, এই উদ্যোগটি অবশ্যই প্রশংসার দাবিদার। খুবই ভালো একটি উদ্যোগ হয়েছে।

প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন বিষয় বিবেচনায় ১১ ক্যাটাগরিতে ৩১টি পুরস্কার, ক্রেস্ট ও সব অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হয়।

প্রদর্শনীতে স্থাপিত ফুড সেফটি কর্নারে নিরাপদ খাদ্য প্রস্তুত ও করণীয় সম্পর্কে সচেতনতা মূলক প্রদর্শন ও বিভিন্ন পণ্য বিক্রয় করা হয় ।

এনএইচ/এমএইচআর/এমএস