নাহিদ-মুরসালিনের পরিবারকে ২ লাখ টাকা দিলেন এমপি কামরুল ইসলাম
ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউমার্কেট ব্যবসায়ীদের সংঘর্ষে নিহত নাহিদ ও মোরসালিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে দুই পরিবারকে নগদ এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
এ সময় নিহত মুরসালিন ও নাহিদের পরিবারকে সমবেদনাও জানান সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এর আগে এ দুটি পরিবারের সহায়তা দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬ নম্বর কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
নাহিদ ও মুরসালিনের পরিবারকে টাকা দেওয়ার সময় ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর আলম, ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাঈদুল মাদবর উপস্থিত ছিলেন।
এমএমএ/এমএএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ফুড সেফটি নিশ্চিত না হলে মাছের উৎপাদন বাড়ানোর অর্থ নেই: উপদেষ্টা
- ২ উপকূলে চালু হলো ৭ কোস্টাল রেডিও স্টেশন ও ৭ লাইটহাউজ
- ৩ ১০ দূতাবাসের ৩৮ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি
- ৪ গণমাধ্যমকর্মীদের এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ সাংবাদিকদের বিরুদ্ধে জনরোষকে অস্ত্র হিসেবে ব্যবহার বিপজ্জনক