ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

১০ টাকার গোলাপ ১০০ টাকা

প্রকাশিত: ০৫:৪৬ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

ভালোবাসার প্রতীক হিসেবে হাজার হাজার বছর থেকেই ফুলের ব্যবহার হয়ে আসছে। আজ ১৪ ফেব্রুয়ারি (রোববার) ‘বিশ্ব ভালোবাসা দিবস’। আজকের এই দিনে প্রেমিক তার ভালোবাসার মানুষকে অন্তত একটিবার ফুল দিয়ে বলতে চায় মনের ভালোবাসার কথা।

এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে পাড়া মহল্লা থেকে শুরু করে শাহবাগের ফুল বিক্রেতারা প্রস্তুতি নিয়েছে অনেক আগে থেকেই। অন্যান্য দিনের তুলনায় তিন-চার গুণ বেশি ফুল বিক্রির টার্গেট নিয়েছে তারা। সঙ্গে দামও লাগামছাড়া।

ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে জানা গেছে, যে গোলাপ ফুল দুই দিন আগে বিক্রি হয়েছে ১০ টাকায় আজ তার দাম ১০০ টাকা।
এছাড়া নিম্ন মানের গোলাপ ফুল বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ টাকায়।

সিজার নামে এক যুবক কয়েকটি দোকান ঘুরে একটি মাত্র গোলাপ কিনে চলে যাবার সময় বলেন, ভালোবাসার মানুষকে অনেকগুলো ফুল দিয়ে চমকে দিতে চেয়েছিলাম। কিন্তু ১০টা ফুলের দামে একটি ফুল কিনেছি।

তবে সকালে শাহবাগ এলাকায় ঘুরে দেখা যায়, ফুলের পরসা নিয়ে ফুল দোকানিরা বসে থাকলেও বিক্রি তেমন একটা নেই। এক ফুল বিক্রেতা বলেন, শীতের সকাল হওয়ার কারণে এখনও তেমন একটা বিক্রি শুরু হয়নি। আশা করছি, বেলা বাড়লে ফুল বিক্রিও বাড়বে।

এএম/আরএস/আরআইপি

আরও পড়ুন