প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাচ্ছেন আজ
দ্বিপক্ষীয় সফরে তিন দিনের জন্য আজ মঙ্গলবার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় দ্বিপক্ষীয় মালয়েশিয়া সফর। অন্যদিকে অাগামী ৬ ডিসেম্বর তিন দিনের বাংলাদেশ সফরে অাসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি জানান, এবার মালয়েশিয়া সফরে শেখ হাসিনা জনশক্তি রফতানি, বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ অাকর্ষণসহ বিভিন্ন অাঞ্চলিক ও অান্তর্জাতিক ইস্যু নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে অালোচনা করবেন। প্রধানমন্ত্রীর এই সফরে ৪টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
সম্ভাব্য চুক্তিগুলো হলো- কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণ, ২০১২ সালে স্বাক্ষরিত মালয়েশিয়া লোক পাঠানো চুক্তির সংশোধন এবং পর্যটন সহযোগিতা চুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি।
সর্বশেষ - জাতীয়
- ১ ফুড সেফটি নিশ্চিত না হলে মাছের উৎপাদন বাড়ানোর অর্থ নেই: উপদেষ্টা
- ২ উপকূলে চালু হলো ৭ কোস্টাল রেডিও স্টেশন ও ৭ লাইটহাউজ
- ৩ ১০ দূতাবাসের ৩৮ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি
- ৪ গণমাধ্যমকর্মীদের এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ সাংবাদিকদের বিরুদ্ধে জনরোষকে অস্ত্র হিসেবে ব্যবহার বিপজ্জনক