ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সরকারি চাকরির ‘প্রলোভনে’ প্রতারণা, মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২২ ডিসেম্বর ২০২২

বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সরকারি চাকরি দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে চক্রের মূলহোতা মোহাম্মদ সুমনকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

বৃহস্পতিবার (২২ ডিমেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

এতে বলা হয়, বুধবার (২১ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৩ এর একটি দল। অভিযানে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সরকারি চাকরি দেওয়ার লোভ দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারকচক্রের মূলহোতা মোহাম্মদ সুমনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ভুয়া আইডিকার্ড, তিনটি পাসপোর্ট, একটি ম্যানিব্যাগ, একটি চেক, দু’টি এনআইডি কার্ড, তিনটি মোবাইলফোন, তিনটি সিমকার্ড ও নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়েছে।

কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতার সুমন বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে এবং বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে দীর্ঘদিন যাবৎ চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছে। একপর্যায়ে ভিকটিমদের চাকরি দিতে না পারায় দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরএসএম/এমএএইচ/জেআইএম