খিলগাঁওয়ে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর খিলগাঁও তিলপাড়া এলাকার একটি বাসায় মাহফুজা আক্তার নিশি (২৫) নামের নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রেবাবার (১৬ জানুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিশি ওই এলাকার আফির উদ্দিনের মেয়ে। তার স্বামীর নাম জাহাঙ্গীর আলম জুয়েল।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোমবার ভোরে তাকে মৃত ঘোষণা করেন।
মাহফুজা আক্তার নিশির স্বামী জাহাঙ্গীর আলম জুয়েল বলেন, নিশির সঙ্গে এক বছর দুই মাস আগে আমার বিয়ে হয়। নিশি আমার শ্বশুর বাড়িতেই থাকে। আমি এখনো তাকে উঠিয়ে নেইনি। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। নিশি অতিরিক্ত রাগী হওয়ায় আমার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো।
তিনি আরও বলেন, নিশিকে আমার ঘরে উঠিয়ে না নেওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যয় ছিলেন। গতরাতে কথা-কাটাকাটির এক পর্যায়ে আমার ওপর অভিমান করে নিজ রুমে গিয়ে গলায় ফাঁস দেয়। পরে তাকে অনেক ডাকাডাকির পরও দরজা না খুললে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে রয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কাজী আল আমিন/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর
- ২ ‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো’ স্লোগান জুলাই ঐক্যের
- ৩ প্রার্থীদের অস্ত্র নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়নি
- ৪ বিদেশগমন প্রক্রিয়া শতভাগ ডিজিটাল করেছে সরকার: আসিফ নজরুল
- ৫ ডেটা সুরক্ষার নীতিমালা শুধু কাগজে থাকলে চলবে না: ফয়েজ তৈয়্যব