ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মায়ের ওপর অভিমানে কিশোরীর বিষপান

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ২২ জানুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি বাসায় মায়ের ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে মোছা. কামরুন নাহার (১৬) নামে এক কিশোরী।

রোববার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঘটে এই ঘটনা। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ফুপাতো ভাই মো. মামুন জানান, কামরুন নাহার সকাল সাড়ে ৮টার দিকে তার মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে। ঝগড়ার এক পর্যায়ে নিজের রুমে গিয়ে কীটনাশক পান করে। পরে অচেতন হয়ে পড়লে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: প্রেমিকের হাতে মার খেয়ে গলায় ফাঁস নিলেন কলেজছাত্রী

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কাজী বাড়িতে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে ঢামেক হাসপাতাল মর্গে।

আরও পড়ুন: খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

কাজী আল আমিন/এমএইচআর/জেআইএম