ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩২ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩

কেরানীগঞ্জে ৭৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। তারা হলেন মো. তারিকুল ইসলাম (৪০), মো. গোলজার হোসেন ও মো. সোহাগ (২৯)।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ দুই হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মাদক মামলার হাজিরা দিয়ে ফেরার পথে মাদক বিক্রি!

র‍্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা হয়েছে।

আরএসএম/জেডএইচ/জিকেএস