নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি/ছবি: সংগৃহীত
নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানীর খিলক্ষেত নেভাল এরিয়ায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা নৌবাহিনী কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এস এম সালাহউদ্দিন (টিএএস, এনজিপি, পিএসসি, বিএন)। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষের সহধর্মিণী ফারহানা হেলেন জিলানি ও নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার এম ইসমাইল মজুমদার (এস, এনপিপি, বিএন)।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিরা। এরপর পর্যায়ক্রমে মশাল প্রজ্বলন, অধ্যক্ষের বক্তব্য, মার্চ-পাস্ট, পিটি ডিসপ্লে, মিউজিক ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষক ও অভিভাবকদের পর্বও ছিল।
সমাপনী পর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও ফটোসেশন করা হয়। এরপর প্রধান অতিথির বক্তব্যের পর পতাকা নামানোর মধ্যদিয়ে নৌবাহিনী পরিচালিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষ হয়।
এএএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ১৪ জানুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছেন হোটেল-রেস্তোরাঁ শ্রমিকরা
- ২ আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ, চ্যানেলগুলোকে চিঠি
- ৩ ১৮ মাস পর ৮ জনের পরিচয় শনাক্ত, কবর দেখে আবেগাপ্লুত পরিবার
- ৪ মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি সোনা, ৬০০ ভরি রুপা লুট
- ৫ রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি