ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সেপের চেয়ারপারসন মাহবুব, মহাসচিব শাখাওয়াত

প্রকাশিত: ০২:২৯ পিএম, ০১ মার্চ ২০১৬

বেসরকারি উন্নয়ন সংস্থা স্কিল এক্সচেঞ্জ প্রোগ্রামের (সেপ) প্রথম পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। সংস্থার ২১ জন সাধারণ সদস্যের ভোটের মাধ্যমে পর্ষদের চেয়ারপারসন হয়েছেন মাহবুব আলম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসাইন।

মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি নেত্রকোনার মোক্তারপাড়ায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় এ পর্ষদ গঠন করা হয়।

নির্বাচন কমিশনার আলমগীর হোসাইন প্রথম পরিচালনা পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেন।

কমিটিতে কো-চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন গোলাম মুহতামীম নাঈম, যুগ্ম সচিব নুসরাত জাহান, অর্থসচিব খাইরুল ইসলাম, তথ্য ও গণমাধ্যম বিষয়ক সচিব মনি আক্তার এবং দফতর সম্পাদক হন হালিমা আক্তার।

কমিটি আগামী ২ বছর সংস্থার দায়িত্ব পালন করবেন।

একে/এবিএস