ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাসের ধাক্কায় প্রাণ গেলো আইসিডিআরডি কর্মীর

প্রকাশিত: ০৪:৩২ এএম, ০২ মার্চ ২০১৬

রাজধানীর কমলাপুরে স্টাফ বাসের ধাক্কায় জোসেফ বর্মণ (৩০) নামে আইসিডিআরডি’র একজন কর্মী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টায় আইসিডিআরডি ভবনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উত্তেজিত কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওই বাসটি ভাঙচুর করে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। নিহত জোসেফের বাড়ি পঞ্চগড় জেলার গুলতি উপজেলার লাখরি গ্রামে। তার বাবার নাম বদু বর্মণ।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন আলী জানান, সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত জোসেফকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।

জেইউ/জেএইচ/পিআর