আটক ৫৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
ফাইল ছবি
রাজধানীর বনানী ক্লাব থেকে আটক বিএনপির ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পুলিশের অভিযোগ, ক্লাবে গোপন বৈঠক করে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছিলেন তারা।
সোমবার (২০ মার্চ) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বানানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনে ৫৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
এর আগে রোববার রাত ১টার দিকে দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিএনপির নেতারা রাষ্ট্রবিরোধী পরিকল্পনার জন্য বনানী ক্লাবে গোপন বৈঠক করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে বনানী ক্লাবে অভিযান চালিয়ে বিএনপির ৫৫ নেতাকর্মীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
টিটি/জেএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ১৪ জানুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছেন হোটেল-রেস্তোরাঁ শ্রমিকরা
- ২ আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ, চ্যানেলগুলোকে চিঠি
- ৩ ১৮ মাস পর ৮ জনের পরিচয় শনাক্ত, কবর দেখে আবেগাপ্লুত পরিবার
- ৪ মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি সোনা, ৬০০ ভরি রুপা লুট
- ৫ রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি