সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর
চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় মিল্টন নাথ (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাশঁবাড়ীয়া চম্পা স্টিলের সামনে ঘটে এ দুর্ঘটনা।
নিহত মিল্টন নাথ সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া আবু কোম্পানির বাড়ি এলাকার অরবিন্দ নাথের ছেলে।
নিহতের পরিবারের বরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আশেক জাগো নিউজকে বলেন, বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির হাইয়েস মাইক্রোবাস ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় দুপুর আড়াইটার দিকে মিল্টন নাথকে উদ্ধার করে তার বাবা হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বছরে ২৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়
ইকবাল হোসেন/এমএইচআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ১৪ জানুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছেন হোটেল-রেস্তোরাঁ শ্রমিকরা
- ২ আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ, চ্যানেলগুলোকে চিঠি
- ৩ ১৮ মাস পর ৮ জনের পরিচয় শনাক্ত, কবর দেখে আবেগাপ্লুত পরিবার
- ৪ মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি সোনা, ৬০০ ভরি রুপা লুট
- ৫ রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি