চট্টগ্রামে ৪টি অস্ত্রসহ তরুণ গ্রেফতার
গ্রেফতার শাহাদুল করিম/ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীতে চারটি আগ্নেয়াস্ত্রসহ শাহাদুল করিম (২২) নামে এক তরুণকে গ্রেফতার করেছে র্যাব। তিনি কক্সবাজারে টেকনাফ থানাধীন রাজাখালী গ্রামের নবির হোসেনের ছেলে।
র্যাব জানিয়েছে, শাহাদুল করিম এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো, মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে এসব অস্ত্র ব্যবহার করতেন।
শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৩টায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অভিযানকালে অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে। গ্রেফতার শাহাদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে তাকে বাঁশখালী থানায় সোপর্দ করা হয়েছে।
ইকবাল হোসেন/এএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ১৪ জানুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছেন হোটেল-রেস্তোরাঁ শ্রমিকরা
- ২ আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ, চ্যানেলগুলোকে চিঠি
- ৩ ১৮ মাস পর ৮ জনের পরিচয় শনাক্ত, কবর দেখে আবেগাপ্লুত পরিবার
- ৪ মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি সোনা, ৬০০ ভরি রুপা লুট
- ৫ রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি