ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ডিসি কার্যালয়েও

প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৫ মার্চ ২০১৬

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়েও মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এছাড়া অনলাইনেও মনোনয়নপত্র জমা দেয়ার বিধানের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
 
সূত্র জানায়, মনোনয়নপত্র জমার দানের ক্ষেত্রে বাধা ও সংঘর্ষ এড়াতে এসব পদ্ধতি বেছে নিচ্ছে ইসি। ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এবিষয়ে গত মঙ্গলবার ইসির উপসচিব সামশুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি।
 
অন্যদিকে, বৃহ্স্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীব উদ্দিন জানান, বিশৃঙ্খলা এড়াতে অনলাইনে মনোনয়নপত্র জমা নেয়ার চিন্তা করছে ইসি।

এদিকে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ইউপি নির্বাচনের বিধিমালা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাই জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেয়া হলো।

সহকারী রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করে তা যথাযথ নিরাপত্তা সহকারে ওই দিনই রিটার্নিং অফিসার কার্যালয়ে বুঝিয়ে দেবেন। ইউপি নির্বাচনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পর্যায়ের সরকারি নির্বাহী বিভাগের কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।

ইউপি নির্বাচনের প্রথম ধাপে আওয়ামী লীগের প্রার্থী ও নেতাকর্মীরা ১১৪টির মতো ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা দানে বাধা দিয়েছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিএনপি। এ অভিযোগের দুই দিন পর কমিশন বিভিন্ন জায়গায় একাধিক মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়।
 
অন্যদিকে, দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৬৫৭ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে কমিশন ৬৮৪ ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করে। পরে আদালতের নির্দেশে ও সীমানা জটিলতার কারণে ১২টির নির্বাচন স্থগিত করা হয়। ভোটার তালিকা বিন্যাস না হওয়ায় কমিশন সাবেক ছিটমহলে অন্তর্ভুক্ত আরো ১৫টি ইউপির নির্বাচন স্থগিত করেছে। প্রথম ধাপে ৭৫২টি ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা হলেও সীমানাসংক্রান্ত ও আইনি জটিলতার কারণে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৭৩৬টিতে। এ ধাপে ২২ মার্চ ভোট গ্রহণ করা হবে।

এইচএস/এসকেডি/এবিএস

আরও পড়ুন