ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

১২ বছর পর গ্রেফতার যাবজ্জীবন সাজার আসামি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৮ এপ্রিল ২০২৩

নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি পেপার স্কু (৩৩)। দীর্ঘ ১২ বছর পলাতক থাকার পর গাজীপুরের টঙ্গী থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৮ এপ্রিল) এ তথ্য জানান র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ২০১১ সালে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১২ বছর যাবৎ পলাতক আসামি পেপার স্কু (৩৩)-কে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করা হয়। ২০১১ সালে মামলা রুজুর পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপন করেন।

র‌্যাব জানায়, মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরএসএম/এমএইচআর/জেআইএম