করোনা মুক্ত হলেন ডিএমপি কমিশনার
ফাইল ছবি
করোনা মুক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। এ নিয়ে তৃতীয়বার করোনা সংক্রমণ থেকে মুক্ত হলেন তিনি।
বুধবার (৩১ মে) নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে করোনা মুক্ত হওয়ার কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, করোনা নেগেটিভ। সবাইকে ধন্যবাদ, যারা আমার জন্য দোয়া করেছেন।’
এর আগে শুক্রবার (২৬ মে) নিজের ফেসবুক আইডিতে করোনাভাইরাসে আক্রান্তের কথা উল্লেখ করে স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেন, তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। তবে, শারীরিক অবস্থা ভালো আছে। সবার কাছে দোয়া চাচ্ছি।
গত বছরের ২৯ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্বভার নেন খন্দকার গোলাম ফারুক।
আরএসএম/এমএএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ১৪ জানুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছেন হোটেল-রেস্তোরাঁ শ্রমিকরা
- ২ আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ, চ্যানেলগুলোকে চিঠি
- ৩ ১৮ মাস পর ৮ জনের পরিচয় শনাক্ত, কবর দেখে আবেগাপ্লুত পরিবার
- ৪ মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি সোনা, ৬০০ ভরি রুপা লুট
- ৫ রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি