অটোরিকশায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোড এলাকায় অটোরিকশার মধ্যে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নাসরিন আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর ভাই মামুন জানান, নাসরিন আক্তার আদমজী ইপিজেডে অপারেটর হিসেবে চাকরি করতেন। সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় অফিসে যাওয়ার পথে গলায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাসরিনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার লক্ষ্মীপুর থানাধীন এলাকায়। তার বাবার নাম তাজুল ইসলাম। বর্তমানে চিটাগাং রোড এলাকায় থাকেন তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া নাসরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমিন/এসএনআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ১৪ জানুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছেন হোটেল-রেস্তোরাঁ শ্রমিকরা
- ২ আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ, চ্যানেলগুলোকে চিঠি
- ৩ ১৮ মাস পর ৮ জনের পরিচয় শনাক্ত, কবর দেখে আবেগাপ্লুত পরিবার
- ৪ মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি সোনা, ৬০০ ভরি রুপা লুট
- ৫ রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি