চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ১
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে ১২শ পিস ইয়াবাসহ রোকসানা আকতার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর সিনেমা প্যালেস মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোকসানা আকতার কক্সবাজার জেলার সদর থানার দক্ষিণ দ্বীপকুল ঘোনা পাড়া গ্রামের শামসুল আলমের স্ত্রী। তাকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ওই নারী কক্সবাজার থেকে কমদামে ইয়াবা কিনে চট্টগ্রামে খুচরা হিসেবে বিক্রির জন্য আসেন।
এমডিআইএইচ
ইকবাল হোসেন/এমআরএম/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ১৪ জানুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছেন হোটেল-রেস্তোরাঁ শ্রমিকরা
- ২ আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ, চ্যানেলগুলোকে চিঠি
- ৩ ১৮ মাস পর ৮ জনের পরিচয় শনাক্ত, কবর দেখে আবেগাপ্লুত পরিবার
- ৪ মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি সোনা, ৬০০ ভরি রুপা লুট
- ৫ রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি