ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আজকের ধাঁধা : ১৩ মার্চ ২০১৬

প্রকাশিত: ০২:২২ এএম, ১৩ মার্চ ২০১৬

ধাঁধা :
১. ‘না মিললে হবে না,
     ভেবে-চিন্তে বলো না।’

২. ‘নড়ে চড়ে পড়ে না,
     সরে সরে সরে না।’

৩. ‘নয়নে নয়নে থাকে,
     নয়নের কেউ নয়।’

৪. ‘নিত্য নতুন নিত্য হাসি,
     নিত্য তারে ভালোবাসি।’

উত্তর :
১. হিসাব
২. চোখ
৩. কাজল
৪. বউ

এসইউ/এমএস