ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

উফ! কী মর্মান্তিক

প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৩ মার্চ ২০১৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বিথী নামের ১৮ মাস বয়সী এক অবুঝ ছোট্ট শিশু। শিশুটির বাবা দীন ইসলামের সঙ্গে জমিজমা নিয়ে কোন্দলের জের ধরে প্রতিবেশী এক নরপিশাচ ব্যক্তি ছোট্ট এই শিশুটির পেটে কিরিচ ঢুকিয়ে দিয়েছে।

ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চন্ডিপাশা এলাকায় রোববার সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। বিথী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগীয় প্রধান অধ্যাপক শাহ আলমের অধীনে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স আসাদুজ্জামান আসিক রাত ১টায় জাগো নিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

এমনই একটি খবর ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্যান্টেড আসাদি নামে একটি আইডি থেকে রোববার রাতে পোস্ট করা হয়। ফেসবুকে তিনি লিখেছেন ‘ময়মনসিংহের নান্দাইল থানায় জমি নিয়ে গণ্ডগোলের সময় বাবা-মা কে মারতে নাপেরে এক নরপিশাচ এই নিষ্পাপ মাসুম
বাচ্চার পেটে এভাবে ছুরি দিয়ে আঘাত করে....মেয়েটির বয়স ১৮ মাস!বাচ্চাটি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে ........"সবাই বাচ্চাটির জন্য দোয়া করবেন"।


ছবিটি তিনি ঢাকা মেডিকেল কলেজের কয়েকজন নার্সসহ বন্ধুদের ট্যাগ করেন। যাদের ট্যাগ করা হয়েছে তাদের একজন ঢামেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আসাদুজ্জামান জুয়েল। রাত সাড়ে ১২টায় তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ক্যান্টেড আসাদি নামের ওই যুবক তার সহপাঠি। তার আসল নাম আসাদুজ্জামান আসিক।

পরবর্তীতে আসিকের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত করে বলেন, তিনি বিথীর আত্মীয়স্বজনের সঙ্গে আলাপকালে জানতে পারেন প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে কোন্দল ছিল।


সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই ব্যক্তি কিরিচ নিয়ে তাকে ধাওয়া করলে সে পানিতে ঝাঁপিয়ে প্রাণে রক্ষা পায়। ওই সময় ক্ষিপ্ত হয়ে শিশুটির পেটে কিরিচ ঢুকিয়ে দেয় মানুষরূপী নরপিশাচ ব্যক্তি। শিশুটির সর্বশেষ অবস্থা জানতে চাইলে তিনি রাতে খোঁজ নিয়ে জানান, শিশুটির পেট থেকে ছুরিটি বের করা হয়েছে। শিশুটি বর্তমানে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

এমইউ/বিএ