ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আজকের এই দিনে : ১৪ মার্চ ২০১৬

প্রকাশিত: ০১:৫৬ এএম, ১৪ মার্চ ২০১৬

১৮৬৪  খ্রিস্টাব্দের এই দিনে স্যার স্যামুয়েল বেকার এ্যালবার্ট আফ্রিকার হ্রদ আবিষ্কার ও নামকরণ করেন।

১৮৭৯  খ্রিস্টাব্দের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন।

১৮৮৩  খ্রিস্টাব্দের এই দিনে দার্শনিক ও তাত্ত্বিক কাল মার্কসের মৃত্যু।

১৮৯১  খ্রিস্টাব্দের এই দিনে ইংলিশ চ্যানেলে প্রথম ডুবোতাহাজ টেলিফোন লাইন স্থাপিত হয়।

১৯২৫  খ্রিস্টাব্দের এই দিনে প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন হয়।

১৯৩৯  খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় ‘নাট্যনিকেতন’ রঙ্গমঞ্চের উদ্বোধন হয়।

১৯৫৫  খ্রিস্টাব্দের এই দিনে ভিয়েতনামে ঐতিহাসিক দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধ শুরু হয়।

১৯৭৫  খ্রিস্টাব্দের এই দিনে রোম সম্রাট প্রথম কার্দিনান্দ পোপের অনুমতি ছাড়াই অভিষেক অনুষ্ঠান করেন।

১৯৭৫  খ্রিস্টাব্দের এই দিনে রাষ্ট্রীয় সফরে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ ঢাকায় আগমন করেন।

১৯৭৮  খ্রিস্টাব্দের  এই দিনে ইসরাইল মহড়ার অজুহাতে সৈন্য বাহিনীকে জড়ো করে এবং লেবাননের উপর আগ্রাসন চালায়।

১৯৮০  খ্রিস্টাব্দের এই দিনে ইসলামী ইরানের সংসদ মজলিসে শুরার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯০  খ্রিস্টাব্দের এই দিনে মিখাইল গর্বাচেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৯২  খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত ইউনিয়নের ‘প্রাভদা’ পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায়।

১৯৯৫  খ্রিস্টাব্দের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী উইলিয়াম আলফ্রেড ফোলারের মৃত্যু।

২০০৭  খ্রিস্টাব্দের এই দিনে নন্দীগ্রাম গণহত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পুলিশের গুলিচালনায় ১৪ জন গ্রামবাসী নিহত হন।

এইচআর/এমএস