ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আজকের এই দিনে : ১৬ মার্চ ২০১৬

প্রকাশিত: ০২:১২ এএম, ১৬ মার্চ ২০১৬

১৮৮০ খ্রিস্টাব্দের এই দিনে অভিধানকার ও সাহিত্যিক রাজশেখর রসুর (পরশুরাম) জন্ম।

১৯২৩ খ্রিস্টাব্দের এই দিনে রাজনীতিবিদ সৈয়দ আলতাফ হোসেনের জন্ম।

১৯৩৫ খ্রিস্টাব্দের এই দিনে হিটলার ভার্সাই চুক্তি ভঙ্গ করে বাধ্যতামূলক সামরিক নিয়োগ পুনর্প্রবর্তন করেন।

১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে নোবেল জয়ী (১৯০৯) সুইডিস সাহিত্যিক সেলমা লাগেরল্যোফ- এর মৃত্যু।

১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত নভোচারীরা ৩৫ মিলিয়ন মাইল প্রদক্ষিণ সম্পন্ন করে।

১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি অর্থনীতিবিদ ঝাঁ মোনে-র মুত্যু।

২০১১  খ্রিস্টাব্দের এই দিনে রাজনীতিক খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যু।

এইচআর/পিআর