রাজধানীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় পথচারী নিহত
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোহাম্মদ আলী (২৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি পেশায় লেগুনা চালক ছিলেন বলে জানা গেছে।
বুধবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় রাস্তা দিয়ে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন ওই ব্যক্তি।
পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভগ্নিপতি জসিম উদ্দিন জানান, নিহত মোহাম্মদ আলীর বাসা ডেমরার কোনাপাড়া ধার্মিক পাড়ায়। তার বাবার নাম আব্দুল করিম।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এমকেআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ নিহত শান্তিরক্ষীদের নেমপ্লেট পরে প্যারাট্র্যুপিং করবেন ৬ জন
- ২ বাঁশখালীতে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার ২
- ৩ ছাড়া হচ্ছে না সাংবাদিক আনিস আলমগীরকে, আদালতে পাঠানো হবে আজই
- ৪ নির্বাচনের প্রস্তুতির কাজ ইসি খুব ভালোভাবে করেছে: অর্থ উপদেষ্টা
- ৫ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা