ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে ৩৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ০৮:১১ এএম, ১৭ মার্চ ২০১৬

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবাসহ চার জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।এদের মধ্যে মাদক ডিলার আলীও রয়েছে।  

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ দক্ষিণ বিভাগের ডিসি মো. মাশরুকুর রহমান খালেদ এ তথ্য জানান।  

তিনি জানান, কক্সবাজার থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে ইয়াবাগুলো ঢাকার আনা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. শুক্কুর আলী ওরফে ডিলার আলী, মো. রেজাউল করিম ওরফে ইয়াবা করিম এবং হারুনুর রশিদ। এসময় তাদের কাছ থেকে বিদেশি ব্র্যান্ডের নিউ নিশান জিপ গাড়ি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।  

জেইউ/এএইচ/আরআইপি