ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সরকারি দুই সংস্থার টেস্টে প্রমাণিত বিটিআই কার্যকর: আতিক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৬ এএম, ২৮ আগস্ট ২০২৩

উদ্ভিদ সংরক্ষণ উইং এবং আইইডিসিআরের ল্যাব টেস্টে মার্শালের সরবরাহ করা মশার লার্ভা মারার কীটনাশক বিটিআই সঠিক ও কার্যকর বলে প্রমাণিত হয়েছে। এমনটাই দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘সরকারি এই দুই সংস্থার ল্যাব টেস্টে বিটিআইয়ের কার্যকারিতাও সন্তোষজনক। তবে পিপিআরের শর্ত অনুযায়ী পণ্যটি সিঙ্গাপুর থেকে আমাদানি করার পক্ষে যথাযথ কাগজপত্র (প্রমাণপত্র) হাজির করতে না পারায় মার্শালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বহাল থাকবে।’

রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আঁকা ছবি ও হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সংগঠন প্রয়াসের উদ্যোগে ‘স্বপ্নচিত্রে প্রয়াস’ শিরোনামে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে আঁকা ছবি ও হস্তশিল্প প্রদর্শনী হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

jagonews24.com

শুরুতে মেয়র বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আঁকা ছবির প্রদর্শনী ঘুরে দেখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাহলে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আজ পিপিডব্লিউ (প্লান্ট প্রোটেকশন উইং) এবং আইইডিসিআর থেকে রিপোর্ট পেয়েছি। তাদের পরীক্ষায় নিশ্চিত হয়েছে আমদানি করা কীটনাশক বিটিআই কার্যকরী। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবের পরীক্ষায় এবং ডিএনসিসির আট সদস্য বিশিষ্ট মূল্যায়ন কমিটির পরীক্ষায়ও এটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আট সদস্য বিশিষ্ট মূল্যায়ন কমিটির আহ্বায়ক। এই কমিটিতে পিপিডব্লিউ এবং আইইডিসিআরের একজন করে প্রতিনিধিও রয়েছেন। এই কমিটি পরীক্ষা নিরীক্ষা করে বিটিআইয়ের কার্যকারিতা পেয়েছে। আজ পিপিডব্লিউ এবং আইইডিসিআর আনুষ্ঠানিক রিপোর্টে জানিয়েছে ডিএনসিসির আমদানি করা বিটিআই সঠিক ও এর কার্যকারিতাও সন্তোষজনক।’

তিনি বলেন, ‘বিশ্বের অনেক উন্নত দেশ জৈব কীটনাশক বিটিআই ব্যবহার করে ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছে। আমরাও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিটিআই আমদানির সিদ্বান্ত নিয়েছিলাম। প্রথম ধাপে পরীক্ষামূলক ব্যবহারের জন্য পাঁচ টন আমদানি করি। পরীক্ষামূলক প্রয়োগের পরপরই জানতে পারি বিটিআইয়ের মোড়কে উল্লিখিত সিঙ্গাপুর থেকে আমদানির তথ্য সঠিক নয়। কীটনাশকটি সঠিক ও কার্যকর হলেও ভুল তথ্য দিয়ে মার্শাল প্রতারণা করেছে। এ জন্য আমাদের আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমি কোনো দুর্নীতি ও অনিয়মকে ছাড় দেবো না।’

মার্শালের সরবরাহ করা পাঁচ টন বিটিআই প্রয়োগ করা হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, ‘মার্শালের সরবরাহ করা বিটিআই যে সঠিক এবং কার্যকর সেটি সব টেস্টে প্রমাণিত হয়েছে। এখন ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে এই বিটিআই ব্যবহার করা হবে কি না সে বিষয়ে দ্রুতই বৈঠক করে সিদ্ধান্ত নেবো।’

এমএমএ/কেএসআর