ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

কারখানায় সুতার রোলারের নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১১ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকায় সুতা তৈরির কারখানায় সুতার রোলারের নিচে পড়ে মো. ফারুক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগনে মনিরুজ্জামান বলেন, ‘আমার মামা ফতুল্লার লালপুরের জালাল আহমেদ স্পিনিং মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। রোববার বিকেলে কাজ করার সময় অসাবধানতাবশত সুতার রোলারের নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফারুক পটুয়াখালীর দুমকি থানার জামলা গ্রামের মো. কিতাব আলীর ছেলে। কর্মসূত্রে তিনি ফতুল্লার লালপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর