ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পাহাড়তলীতে হেলে পড়েছে দুটি তিনতলা ভবন

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় দুটি তিনতলা ভবন হেলে পড়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গয়না খালের পাড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ভবনের ভেতরে কোনো ফাটল নেই। তবে একটি ভবনের বাইরের হেলে পড়া প্রান্তের একটি দেয়াল ধসে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক জাগো নিউজকে বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী অগ্রবর্তী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করি।

তিনি বলেন, পাশেই জলাবদ্ধতা নিরসন প্রকল্পে খাল খনন এবং খালের পাশে পাইলিং কাজ চলছে। খুব সম্ভবত এ কারণে দুটি তিন তলা ভবন সামান্য খালের পাড়ের দিকে হেলেছে। তবে ভবনের ভেতরে কোনো ফাটল দেখা যায়নি। একটি ভবনের বাইরের নিচের অংশের একটি দেওয়ায় ধসে পড়ে ভবনের সঙ্গে ঝুলে আছে। আমরা ভবনগুলোতে বসবাসকারী পরিবারগুলোকে বুঝিয়েছি, এ ভবনগুলো এখন নিরাপদ নয়।

এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম